হার্টবিট ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলিয়ে তিন কোটি ২৫ লাখ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (১৬ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাকালীন আমরা সফলভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হাসপাতালগুলোতে সব সেবা কার্যক্রম চলছে। করোনার পাশাপাশি নন-কোভিড রোগীদেরও সেবা দিয়েছি। এখন করোনা সংক্রমণ কমে আসায় এক সঙ্গে দুটি সেবাই চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট তিন কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় ডোজের চার মাস পরই নেওয়া যাবে বুস্টার ডোজ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ আরও অনেকে।
Discussion about this post