হার্টবিট ডেস্ক
বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা কোর্সে অধ্যয়নরত সরকারি চিকিৎসকদের প্রেষণের আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ১০ মার্চ স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর ফলে ৩৯তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেওয়া চিকিৎসকদের প্রেষণ জটিলতার অবসান হলো।
শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেইসকল সরকারি চিকিৎসক সরকারি চাকুরিতে যোগদানের পূর্বে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো কোর্সের জন্য নির্বাচিত হইয়াছেন কিংবা অংশবিশেষ সম্পন্ন করিয়াছেন, মার্চ ২০২২ এর সেশন/ব্লক এর পরবর্তী সময় থেকে, তাহাদের পছন্দক্রম ও ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী প্রথম ৫০%-কে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে মাইগ্রেশনের আদেশ জারি করিবে এবং তাহারা প্রাপ্যতা অনুযায়ী প্রেষণ পাইবেন। অবশিষ্ট ৫০% সরকারি চিকিৎসক তাহাদের পূর্বের বেসরকারি প্রতিষ্ঠানে কোর্সের অবশিষ্ট অংশ সম্পন্ন করিবার জন্য প্রাপ্যতা অনুযায়ী প্রেষণ পাইবেন। বিজোড় সংখ্যক চিকিৎসকের ক্ষেত্রে বৃহদাংশকে সরকারি প্রতিষ্ঠানে মাইগ্রেশন করিতে হইবে।’
Discussion about this post