হার্টবিট ডেস্ক
দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধের কথা বলেছিল বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। তবে সোমবার (১৪ মার্চ) সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু কাউছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিশুদের জন্য নাপা সিরাপ বিক্রিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১২ মার্চ নাপা সিরাপ বিক্রি বন্ধে একটি চিঠি দেওয়া হয়েছিল। এরমধ্যে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর নাপা সিরাপের (ব্যাচ নম্বর-৩২১১৩১২১) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে নাপা সিরাপ সেবনের জন্য সম্পূর্ণ নিরাপদ। এছাড়া বেক্সিমকো ফার্মার পক্ষ থেকেও পরীক্ষা করে নাপা সিরাপ শতভাগ নিরাপদ বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।
এ অবস্থায় জনস্বার্থের কথা বিবেচনা করে নাপা সিরাপসহ অন্যান্য সব নিারপদ পণ্য বিক্রির অনুরোধ জানিয়েছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
Discussion about this post