হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন বন্দরে (স্থল, নৌ, বিমান ও রেল স্টেশন) ৪২ লাখ বিদেশফেরত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
আজ শনিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (১২মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন বন্দরে সর্বমোট ৪১ লাখ ৯৩ হাজার ৫৫৪ জন বিদেশফেরত যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বিমানবন্দরে ৩৩ লাখ ৩০ হাজার ৪২৪ জন, স্থলবন্দরে সাত লাখ ২১ হাজার ৫৭৩ জন, সমুদ্রবন্দরে এক লাখ ৩৪ হাজার ৫২৮ জন এবং রেলস্টেশনে সাত হাজার ২৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালে ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। তার আগে থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দর এবং রেলস্টেশনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং শুরু হয়। করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত যাত্রীদের কাছ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা হয়। বিমান থেকে অবতরণের পর যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপের পাশাপাশি জ্বর, ঠান্ডা ও কাশিসহ করোনার উপসর্গ রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।
Discussion about this post