হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্টোর থেকে রোগীদের জন্য সরবরাহ করা ওষুধ বরাদ্দ ও বণ্টনের হিসেবে গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে প্রায় চার ঘণ্টার অভিযানে এ তথ্য জানতে পারেন দুদক কর্মকর্তারা। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন তারা। এ বিষয়ে আরও অনুসন্ধান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় দুদক।
চট্টগ্রাম দুদক উপপরিচালক নাজমুস শাহাদাত জানান, হটলাইন নম্বরে ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করে দুদকের একটি টিম। এ সময় মেডিকেলে ২৬ নম্বর ওয়ার্ডের অর্থপেডিক বিভাগে দুদকের সদস্যরা রোগীদের জন্য সরকারি বরাদ্দ ওষুধের হিসাব চান কর্তব্যরতদের কাছে। কথা বলেন ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে। কিছুটা অসংগতি পান রোগীদের জন্য প্রতিদিন বরাদ্দকৃত ওষুধ ও বণ্টনে।
ওষুধ চুরি ঠেকাতে ইতোমধ্যে শুধু ওয়ার্ডের ইনচার্জকে বন্টনের দায়িত্ব দেওয়া হবে বলে জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সিনিয়র স্টোর অফিসার ডা. মোহাম্মদ হূমায়ুন কবীর।
এর আগেও গত ৭ ফেব্রুয়ারি হাসপাতালের সরকারি ওষুধ বাইরে পাচারের সময় দুই কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ।
Discussion about this post