হার্টবিট ডেস্ক
করোনা চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আরও একটি জীবন রক্ষাকারী ওষুধের সন্ধান পেয়েছেন, যা কোভিড-এ অসুস্থ ব্যক্তিদের সাহায্য করতে পারে।
বিবিসি জানায়, ব্যারিসিটিনিব এটি গুরুতর কোভিড রোগীদের মৃত্যুর ঝুঁকি প্রায় পাঁচ ভাগের এক ভাগ কমিয়ে আনতে পারে।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ব্যারিসিটিনিব সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে কোভিড রোগীদের উপর এর ট্রায়ালের ফলাফল রোগীদের ঝুঁকি কমাতে সক্ষম বলে প্রমাণিত।
গবেষকরা বলছেন, এটি আরও বেশি জীবন বাঁচাতে সস্তা স্টেরয়েড ডেক্সামেথাসোনের মতো অন্যান্য কোভিড চিকিত্সার সাথে ব্যবহার করা যেতে পারে। এতে মৃত্যু সংখ্যা অর্ধেক কমে যেতে পারে।
দ্য ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) শীঘ্রই এই নতুন ফলাফলের উপর ভিত্তি করে ব্যারিসিটিনিব সুপারিশ করতে পারে। এই ওষুধগুলোর ১০দিনের একটি কোর্সের খরচ প্রায় ২৫০ পাউন্ড, যদিও এনএইচএস এতে ছাড় দেয়ার বিষয়ে সম্মত হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন গবেষকরা।
ওষুধটির ট্রায়ালে অংশ নেয়া রিভার্স (৫১) জানান, তিনি ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একমাস, তার ফুসফুসে নিউমোনিয়া ছড়িয়ে যায় এবং তাকে নিবিড় পরিচর্যা ইউনিটি ভর্তি হতে হয়েছিলো। তিনি ইতিবাচক ফলাফলের আশায় এই ওষুধের ট্রায়ালে অংশ নেন এবং তিনি সুস্থ হয়ে উঠেন।
তিনি ভবিষ্যতে ব্যারিসিটিনিব কোভিড রোগীদের চিকিৎসায় সাহায্য করবে বলে আশাবাদী।
এই ওষুধটির ট্রায়াল পর্যায়েই সুস্থ হওয়ার হার একটি অনন্য সফলতার দৃষ্টান্ত। যুক্তরাজ্য জুড়ে ৪৭ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণের ফলে এটি বিশ্বের কোভিড চিকিৎসার সবচেয়ে বড় অধ্যয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ওষুধ অসংখ্য জীবন বাঁচিয়েছে।
Discussion about this post