হার্টবিট ডেস্ক
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে শিগগিরই বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে সরকারের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এসময় তিনি আরও বলেন, একদিনে সর্বাধিক টিকা প্রদানে বিশ্বে রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। খুব শিগগিরই বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে বলে জানান তিনি।
জাহিদ মালেক বলেন, প্রতি জেলা হাসপাতালে কিডনি রোগীদের দশটি শয্যা স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে দশটি ক্যান্সার শয্যাও নির্ধারণ করা আছে। নতুন করে ১২৬টি ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যসেবায় দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে একাধিক ইনস্টিটিউট করা হয়েছে। এসময় ট্রান্সপ্লান্টের সংখ্যা বাড়ানোর জন্য কিডনি হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান বলেন, আজকের উদ্দেশ্য হলো, কিডনি রোগ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি করা। কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে একটি কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে কিডনি ডিজিজ হাসপাতালে।
ডা. মিজান বলেন, কিডনি হাসপাতাল দেড়শ থেকে পাঁচশ শয্যায় উন্নীত করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর নিয়োগ নিশ্চিত করা গেলে পূর্ণ সেবা চালু করা সম্ভব হবে । এটি নিশ্চিত করা গেলে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ (নিকদু) সেন্টার অব এক্সিলেন্সে পরিণত হবে।
তিনি আরও বলেন, ডোনার এবং সচেতনতার অভাবে কিডনি ট্রান্সপ্লান্টে দেশ পিছিয়ে রয়েছে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
Discussion about this post