হার্টবিট ডেস্ক
সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের নার্সিং ও মিডওয়াইফারিসহ তিনটি কোর্সে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) অধিদপ্তরের উপসচিব পরিচালক (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. রশিদুল মান্নাফ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির নিমিত্ত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।’
‘আবেদন করার লিংক, নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিথাইফারি কাউন্সিল এর ওয়েবসাইট www.bnmc.gov.bd এ পাওয়া যাবে। আবেদন করার পূর্বে প্রার্থী অবশ্যই ওয়েবসাইট হতে Instructions & Advertisement ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ব করে নিবেন’।
সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ২ এপ্রিল যাদের সরকারি চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হয়নি, তাদের আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনলাইনে আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি:
আগামী ১৯ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে অনলাইন আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল রাত ১১টা ৫৯ পর্যন্ত। ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল রাত ১১ টা ৫৯ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও বিষয়:
আগামী ১৫ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত (এক ঘন্টা) এবং নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ক ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ), মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা অধিশাখার যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
শিক্ষা অধিশাখার যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
Discussion about this post