হার্টবিট ডেস্ক
বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ওঠানামা করলেও মৃত্যুর সংখ্যা অনেক কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৪০ জনের। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ২১ হাজার ৬৮৪ জনে।
এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১২ লাখ ৯ হাজার ৫৭৬ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৩৩৭ জন।
মঙ্গলবার (৮ মার্চ) ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৪০৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৭ লাখ ৭ হাজার ২৭২ জন।
গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের দিক দিয়ে শীর্ষে থাকা জার্মানিতে নতুন করে ১ লাখ ৪ হাজার ৫৪৮ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে মাত্র ৪৬ জনের। যুক্তরাষ্ট্রে ৪১০ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৯৩ জন।
ব্রাজিলে ১৫ হাজার ৯৬১ জন শনাক্তের পাশাপাশি মৃত্যুর হয়েছে ২১৯ জনের। রাশিয়াতে ৭৪৪ মৃত্যুর পাশাপাশি শনাক্ত ৭৯ হাজার ৮৬৩ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য দেশের তালিকায় রয়েছে—যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি ও জর্ডান।
Discussion about this post