হার্টবিট ডেস্ক
দেশে বর্তমানে করোনা অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।
রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এমন মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড. মো. রোবেদ আমিন বলেন, কোভিড-১৯ এর চিকিৎসা পদ্ধতিতে অক্সিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ শুরুর পর গত দুই বছরে হাসপাতালগুলো অক্সিজেন সরবরাহের দিক দিয়ে অনেক বেশি উন্নতি লাভ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় ১১৯টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানো সম্ভব হয়েছে। এ ছাড়া প্রায় ৩০ হাজার অক্সিজেন সিলিন্ডার রয়েছে। অক্সিজেনের সংকট হওয়ার আশঙ্কা নেই।
তিনি বলেন, ঢাকার হাসপাতালগুলোতে কোভিড-১৯ এর জন্য পাঁচ হাজার ৬৯টি সাধারণ শয্যা করা হয়েছে। এর মধ্যে খালি রয়েছে চার হাজার ৬৪৬টি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা সংখ্যা আছে ৭৬৭টি। এর মধ্যে খালি আছি ৬৯৬টি। এসডিও কোভিডের জন্য ডেডেকেটেড ঢাকা শহরে আছে ৫৩৭টি, যার মধ্যে সিট খালি আছে ৪৫৯টি। ইতিমধ্যে এক হাজার ২৬টি হাইপোনেজাল ক্যানুলা সংগৃহীত করা আছে। এ ছাড়া ৪৭টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংগৃহীত করা আছে।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে তিনি বলেন, আগামী ১০ মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হবে। অধিদপ্তরের বিভিন্ন সেক্টর থেকে এই দিবসের শুভেচ্ছা প্রথমে জানানো হয়েছে। বাংলাদেশে প্রায় দুই কেটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। যাদের মধ্যে প্রায় ৫০ হাজার কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে।
এ ছাড়া অনেক ওষুধ রয়েছে, যা সেবন করলে কিডনি জটিলতা সৃষ্টি হয়। এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না বলেও জানান তিনি।
Discussion about this post