হার্টবিট ডেস্ক
বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭ ভাগের কারণ অসংক্রামক রোগ। এসডিজি বাস্তবায়নে সরকার ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগজনিত মৃত্যু ৩০ ভাগ কমিয়ে আনতে চায়। কিন্তু ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগ দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সভায় এ জন্য চিকিৎসকের পেছনে ছোটার চেয়ে শরীর চর্চা, কায়িক পরিশ্রম ও তাজা শাকসবজির ওপর গুরুত্বারোপের কথা বলা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের রিসার্চ কনসালট্যান্ট অধ্যাপক আ ফ ম সরোয়ার এবং সংগঠনটির সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।
বৃহস্পতিবারের মতবিনিময় সভায় আরও বলা হয়, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে শরীর চর্চা এবং তাজা-সবজির যোগান নিশ্চিতে আইন ও নীতিমালা শক্তিশালী করা জরুরি। কারণ বাংলাদেশে প্রতিবছর পাঁচ লাখ ৭২ হাজার ৬০০ নাগরিক ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যান। যা দেশের মোট মৃত্যুর ৬৭ ভাগ। এই মৃত্যুর প্রায় ২২ ভাগ অকাল মৃত্যু।
বিভাগীয় কমিশনার সভার সমাপনীতে বলেন, অসংক্রামক এসব রোগে আমাদের আশপাশের ৯০ ভাগ মানুষই আক্রান্ত। এগুলো নিয়ন্ত্রণে শরীর চর্চা, কায়িক পরিশ্রম ও তাজা শাকসবজির বিকল্প নেই। পাশাপাশি তথ্য প্রযুক্তির খারাপ দিক থেকে শিশুদের রক্ষা করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল জেলা পরিষদের সিইও আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ, নগর উন্নয়ন অধিদফতরের সিনিয়র প্ল্যানার মো. আসাদুজ্জামান, সেভ দ্য পিপলের পরিচালক কাজী এনায়েত হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অডেশাসের সভাপতি সাঈদ পান্থ প্রমুখ।
Discussion about this post