হার্টবিট ডেস্ক
সিজারিয়ান ডেলিভারি রোধে সেবাদাতাদের দক্ষতা বাড়ানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান আরা।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) আয়োজিত স্বাভাবিক ডেলিভারি বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গুলশান আরা বলেন, সিজারিয়ান ডেলিভারি রোধে সেবাদাতাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণের আওতায় আনাতে হবে।
তিনি আরা বলেন, বিশ্বব্যাপী সিজারিয়ান ডেলিভারি বেড়ে গেছে। এর বিপরীতে উদ্বেগজনক হারে কমেছে স্বাভাবিক ডেলিভারি। সিজারিয়ান ডেলিভারিরে উপকার থাকলেও এর ক্ষতির দিকও অনেক বেশি। তাই সিজারিয়ান ডেলিভারি কমিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। এটা নিশ্চিত করতে চাইলে প্রথমেই প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো। পাশাপাশি পেশার প্রতি প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যে তাদের মনিটরিং বাড়াতে হবে।
নারী স্বাস্থ্যের এ দিকটি চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ওজিএসবি বিলগেটস ও মিলিন্ডা ফাউন্ডেশনের সহযোগিতায় আরেকটি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। দেশের ১৩টি হাসপাতালে চলছে এ প্রশিক্ষণ, যার ফলে সার্ভিস হোল্ডাররা অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। এর মাধ্যমে ভ্যাজাইনা ডেলিভারি বহুলাংশে বাড়তে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ওজিএসবি সেক্রেটারি আরও বলেন, সিজারিয়ান ডেলিভারি রোধে সেবাদাতাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণের আওতায় আনা জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ ও ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. টি এ চৌধুরী, অধ্যাপক ডা. লায়লা আনজুমান্দ বানু, অধ্যাপক ডা. সায়েবা আক্তারসহ আরও অনেকে।
Discussion about this post