হার্টবিট ডেস্ক
কমিউনিটি স্বাস্থ্য সেবায় কম খরচে উন্নত প্যাথলজিক্যাল টেস্ট নিশ্চিতে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন এবং জাপান মেডিক্যাল সেন্টার। এ লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে।
সংযোগের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাজধানীর বাড্ডায় জাপান মেডিক্যাল সেন্টারের অফিসে চুক্তিপত্র স্বাক্ষর হয়। চুক্তিপত্রে সংযোগের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্থপতি জালাল আহমেদ ও জাপান মেডিক্যাল সেন্টারের পক্ষে মাইইউপ বাংলাদেশ লিমিটেডের সিওও এলিচি হাসেগাওয়া স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংযোগের সাধারণ সম্পাদক আহমেদ জাভেদ জামাল, কোষাধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ সুহান, কার্যনির্বাহী সদস্য আব্দুল মোমিন মঞ্জুর ও সদস্য খালিদ চৌধুরী, মাহফুজ রহমান এবং জাপান মেডিক্যাল সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট হেড রাশেদ জামান প্রমুখ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- জাপান মেডিক্যাল সেন্টার জাপানভিত্তিক একটি চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির আওতাধীন প্যাথলজিক্যাল টেস্ট সেন্টারে অত্যাধুনিক জাপানি মেশিনারিজ ও রিএজেন্টের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাদের কার্যক্রম বর্তমানে শুধুমাত্র ঢাকায় চালু রয়েছে। এই সেবা কমিউনিটি স্বাস্থ্য সেবা পর্যায়ে নিতে এবং কমখরচে উন্নত প্যাথলজিক্যাল টেস্ট নিশ্চিতে সংযোগের সঙ্গে এখন থেকে কাজ করবে প্রতিষ্ঠানটি।
Discussion about this post