হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ।এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
শুক্রবার (৪ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৭ জন মহানগর এলাকার ও ২ জন ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫১৯ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ১৩ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫০৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post