হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (সার্জারি) প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স শুরুর সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রথম পর্বের ওরিয়েন্টেশন ১০ মার্চ থেকে ২৫ মার্চ আর দ্বিতীয় পর্বে ওরিয়েন্টেশন হবে আগামী ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত।
আজ বুধবার (২ মার্চ ) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোর্সে অংশগ্রহণের জন্য ‘সচিব, বিসিপিএস’র অনুকূলে তিন হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, উল্লেখিত ব্যাংকে বা কলেজের হিসাব শাখায় নগদ টাকা দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।
এতে আরও বলা হয়েছে, এ টাকা জমা দিয়ে ব্যাংক রশিদসহ আগামী ৮ ফেব্রুয়ারি বেলা তিনটার মধ্যে কলেজের হিসাব শাখায় রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
‘আগে আসলে আগে রেজিস্ট্রেশন’ ভিত্তিতে কোর্সে রেজিস্ট্রেশন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Discussion about this post