হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কমেছে করোনা শনাক্তের হার। বুধবার (২ মার্চ) সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১৪টি ল্যাবে এক হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৪ দিন মৃত্যুহীন দিন পার করেছে চট্টগ্রাম।
এর আগে মঙ্গলবার ৪৭ এবং সোমবার ২৯ জন শনাক্তের তথ্য জানিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বুধবার চট্টগ্রামে শনাক্তের ২৮ জনের মধ্যে ২০ জন নগরীর এবং আট জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ১৫টি উপজেলার মধ্যে পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, সন্দ্বীপে এক জন করে এবং মিরসরাইয়ে দুই জনের করোনা শনাক্ত হয়।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৪৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ৯১ হাজার ৯৮২ জন ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৪৯৩ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীতে ৭৩৪ জন ও জেলায় ৬২৮ জন।
Discussion about this post