হার্টবিট ডেস্ক
গত ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি মানুষকে করোনা প্রতিরোধে টিকার প্রথম ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হয়েছিল । সেদিন প্রথম ডোজ দেওয়া হয় ১ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে। এরপর আরও দুইদিন ক্যাম্পেইনের সময়সীমা বাড়ানো হয়। তিনদিনে ১ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৫৪৪ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।
২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম দিনে ১ কোটি ১১ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়। এটি একদিনে টিকাদানের বিশ্ব রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওইদিন সারাদেশের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দেন। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আজ সোমবার পর্যন্ত দুদিন বাড়ানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বলছে, এই তিনদিনে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৩ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনকে আর বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৩২১ জনকে।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২৩৪ জনকে। এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৩৮ লাখ ৩ হাজার ১৪৭ জন।
Discussion about this post