হার্টবিট ডেস্ক
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চলছে একদিনে ১ কোটি প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রমের মহোৎসব। মানুষের আগ্রহের কারণে গণটিকা কার্যক্রমের মেয়াদ শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে আরও দুই দিন বাড়িয়েছে স্বাস্থ্য অধিদফতর।অর্থাৎ এ কার্যক্রম চলবে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি ও মিরপুর জোনের সেক্রেটারি বলেন, এই গণটিকার আগেই রেড ক্রিসেন্টের সহায়তায় পাঁচটা ক্যাম্পিং করে আমরা দোকানের কর্মচারী, দারোয়ান ও স্টাফদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তারপরও দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে যারা টিকা নেননি, তাদের এখন গণটিকার আওতায় আনার জোর প্রচেষ্টা চালাচ্ছি।
তিনি বলেন, মার্কেট কেন্দ্রিক আমাদের ৯০ ভাগ ব্যবসায়ীদের টিকা দেওয়া হয়ে গেছে। এরপরও যদি কেউ টিকা দিতে অবহেলা করেন, তাহলে তাকে বোকা মানুষ বলা ছাড়া আমার আর কিছু বলার নেই।
মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ জামাল মোস্তফা রোববার বলেন, যারা প্রথম ডোজ করোনা টিকা নেয়নি, তাদের জন্য এই গণটিকার ব্যবস্থা করা হয়েছে। শনিবারে টিকা নেওয়ার চাহিদা দেখে সময় আরও দু’দিন বাড়িয়েছেন সরকার। আজ (রোববার) আমার ৪ নাম্বার ওয়ার্ডে পাঁচটা কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, শনিবার থেকে আজ লোকের চাপটা একটু কম, তবুও বিকাল ৫ টা পর্যন্ত আমাদের টিকাদান কর্মসূচি চলবে। গতকাল (শনিবার) আমরা পুরুষ ও মহিলা মিলে ৭৮০০ মানুষকে টিকা দিয়েছিলাম। আজও আমাদের টার্গেট ৪৫০০ মানুষকে টিকা দেওয়া।
প্রসঙ্গত, করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে দেশব্যাপী চলছে এই গণটিকা কার্যক্রম।
Discussion about this post