হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৯৭ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬০৫টি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৯৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Discussion about this post