হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক ও নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ওয়াজির আহমেদের হ্যান্ডবুক অফ প্র্যাকটিক্যাল নিওনেটলজি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার(২৩ ফেব্রুয়ারি) শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. দিদারুল আলম প্রমুখ।
এ সময় প্রফেসর ডা. ওয়াজির আহমেদ বলেন, এই বইটি প্রকাশ করতে প্রায় ৩ বছর সময় লেগে যায়। অনেকের সহযোগিতা এবং অনুপ্রেরণায় এই বইটি প্রকাশ করা সম্ভব হয়েছে। নিওনেটাল বিভাগে কর্মরত চিকিৎসকগণ এতে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরজুন নুর রোজী, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. জালাল উদ্দিন, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (আইসিএইচ) ডা. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
Discussion about this post