চট্টগ্রামে আরও ৪৬ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ২ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।
এর আগের দিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২ দশমিক ৪২ শতাংশ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে করোনা শনাক্তের হার সহনীয় পর্যায়ে আছে। আরেকটু সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে শনাক্তের হার আরও কমানো সম্ভব। শনিবার শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে ৩২ জন নগরীর এবং ১৪ জন জেলার।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯১ হাজার ৮৯২ জন এবং জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৪৬৫ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের ৭৩৪ জন নগরীর এবং এর বাইরের ৬২৮ জন।
Discussion about this post