হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনার প্রতিরোধে সারা দেশে একদিনে এক কোটি ডোজ টিকাদানের কর্মসূচি চলছে। সকাল হতেই করোনার টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন আগ্রহীরা।
যাদের বয়স ১২-১৮ এবং কোনও সনদপত্র নেই তাদের জন্য গণটিকার ব্যবস্থা করেছে সরকার। সেই টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের কাজির দেউড়ি এলাকার অফিসার্স ক্লাব ও এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, যাদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয় পত্র নেই এবং বয়স ১২ থেকে ১৮ বছর; এমন যে কেউ রেজিস্ট্রেশন ছাড়াই করোনা প্রতিরোধে টিকা নিতে পারবে। তাদের কোনও কাগজপত্র লাগবে না। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এ গণটিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
Discussion about this post