হার্টবিট ডেস্ক
আগামী ২৬ ফেব্রুয়ারি সরকার ঘোষিত ১ কোটি নাগরিককে করোনার গণটিকা কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ১ লাখ ৮৪ হাজার ২০০ জনকে ১ম ডোজ কোভিড-১৯ করোনার টিকা প্রদান করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে ৪ হাজার নাগরিককে করোনার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গণটিকা কার্যক্রম নিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কমিশনার মো: শহীদুল আলম বলেন, জাতির জনক বংগবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুস্থ সমৃদ্ধ দেশ গঠনের লক্ষে পরিচলিত এই গণটিকা কার্যক্রম সফল করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। ওয়ার্ডের সচেতন জনগণ, সামাজিক ও রাজনৈতিক কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ৩টি কেন্দ্রের প্রতিটিতে ১৫০০ জন করে মোট ৪৫০০ জনকে ১ম ডোজের টিকা দেয়া হবে।
তিনি আরও বলেন, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কমিশনার কার্যালয়, ডিসি রোড মৌসুমী বিল্ডিং নিকটস্থ ক্রিস্টাল ভিউ স্কুল এবং সৈয়দ শাহ রোডস্থ আরবান হেলথ সেন্টার এই তিনটি কেন্দ্রে টিকা দেয়া হবে।শনিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা নিতে কোনো রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি লাগবে না। তবে সাথে করে নিয়ে আসলে সুবিধে হবে। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, বয়স্ক ও শ্রমজীবি মানুষদের অগ্রাধিকার দেয়া হবে।
মাননীয় মেয়র রেজাউল করিম চৌধুরী এবং সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরীর সঠিক দিকনির্দেশনায় চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে নগরীর ৬১ শতাংশ নাগরিককে করোনার টিকা প্রদানে সক্ষম হয়েছে। করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এ কার্যক্রমকে আমরা আরও তরান্বিত করতে চাই। আমরা চাই এলাকার কোন ব্যক্তি যেন টিকাপ্রদান থেকে বঞ্চিত না হয়।
প্রচারের বিষয়ে এই জনপ্রতিনিধি বলেন, সপ্তাহব্যাপি ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে এবং আগামীকাল শুক্রবার জমুআর নামাজের পর এ বিষয়ে ব্যাপক প্রচারণা করা হবে। আমি আমার সম্মানিত ওয়ার্ডবাসীদের অনুরোধ জানাই যারা এখনও ১ম ডোজ টিকা গ্রহণ করেন নাই তারা যেন অতি অবশ্যই গণটিকার এই সুযোগ গ্রহণ করেন। আসুন সবাই মিলে করোনার এই মহামরী থেকে নিজেকে সুরক্ষিত রাখি এবংদেশকেও রক্ষা করি।
Discussion about this post