হার্টবিট ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রুবেল হোসেন (২৭) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব। নিজেকে একজন চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন তিনি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
আটক রুবেল হোসেন ফরিদপুরের কোতোয়ালি থানার গোয়ালেরটিলা এলাকার ইউনুস শেখের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, আটক ব্যক্তি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনধারী চিকিৎসক না হয়েও নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তিনি নিজের নামে সিল, ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে প্রতারণা করে আসছিলেন।
তথ্য পেয়ে গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকার হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে তার নাম (Dr. MD. Rubel Hossain) সংবলিত সিল, ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্রসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু।
Discussion about this post