হার্টবিট ডেস্ক
সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসক ডা. সামিনা আক্তারের নামে নগরের কাজীর দেউড়ি সড়ক নামকরণের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান চিকিৎসকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তায় যানবাহন নাকি মৃত্যুদূত? আমাদের সহকর্মী মেধাবি চিকিৎসক সামিনা আক্তারের দুই সন্তান আজ মা হারা। সরকারের কাছে চিকিৎসক সমাজের দাবি, বেপরোয়া গাড়ি চালানো থেকে চালকদের বিরত রাখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। চালকদের অদক্ষতা ও উদাসীনতায় সাধারণ জনগণ এক অনিশ্চিত জীবনে পতিত হচ্ছে।
এসময় বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত ডা. সামিনাকে হত্যায় দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দুর্ঘটনাস্থলের নাম ওই চিকিৎসকের নামে সড়কের নামকরণের দাবি জানান।
মা ও শিশু হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উযায়ের আফিফ রোহাজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ তাহের খান, জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, আব্দুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. ফজলুল করিম বাবুল, হারুন ইউসুফ, খায়েজ আহমদ ভুঁইয়া, মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক আহমদ, হাসপাতাল পরিচালক ডা. নুরুল হক, উপ-পরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোশারফ হোসেন প্রমুখ।
Discussion about this post