হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে আগের তুলনায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪ জনই নগরীর বাসিন্দা।
বাকি ৩৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, কর্ণফুলীর ২, রাউজানের ২, হাটহাজারীর ৪, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ২ ও সন্দ্বীপের ৪ জন রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১১৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৫৪৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
Discussion about this post