হার্টবিট ডেস্ক
বিশ্বের তৃতীয় ব্যক্তি ও প্রথম নারী হিসেবে মরণব্যাধি এইচআইভি এইডস থেকে সুস্থ হয়ে উঠেছেন লিউকোমিয়ায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের এক রোগী।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে ডেনভারে রেট্রোভাইরাস এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত ইনফেকশন সংক্রান্ত এক সম্মেলনে একদল গবেষক এমন তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গবেষকরা জানান, এইচআইভি এইডসে আক্রান্ত ওই নারীর দেহে আরেকজন দাতার দেহ থেকে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়। যার মাধ্যমে আক্রান্ত নারী সুস্থ হয়ে ওঠে। ওই নারী লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন। এর চিকিৎসার জন্য তাকে “কর্ড ব্লাড” দেয়া হচ্ছিল। ফলে এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি’ ছাড়াই ১৪ মাস তিনি ভাইরাসটি থেকে মুক্ত ছিলেন।
মিশ্র বর্ণের মধ্যবয়সী ওই নারী ছাড়াও এর আগে আরও দুইজন এইচআইভি ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। তাদের দুইজনের শরীরেও স্টেম সেল প্রতিস্থাপন করা হয়েছিল।
উল্লেখ্য, ‘স্টেম সেল’ হচ্ছে মানবদেহের এক ধরনের কোষ যা বিভাজিত হয়ে একাধিক কোষ তৈরি করে। পাশাপাশি অন্য ধরনের কোষ তৈরি করতেও সক্ষম এটি। শরীরে ‘স্টেম সেল’ গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন আঘাত পাই তখন এটি পুনরায় গঠনে সক্রিয় হয়ে ওঠে।
Discussion about this post