হার্টবিট ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ এপ্রিল এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল হবে।আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ শেষ হবে ১০ মার্চ। আর টাকা জমা দেওয়া যাবে ১১ মার্চ পর্যন্ত।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল এবং বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল হতে পারে।
তিনি বলেন, ভর্তি কমিটির এক সভায় আজ সম্ভাব্য একটি সময়সীমা দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তটি এখনো অফিস অর্ডার আকারে আসেনি।
এর আগে গত ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণায়ের ভার্চুয়াল বৈঠক শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির জানান, দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে একই মাসের ২২ তারিখ।
অধ্যাপক ইউসুফ ফকির বলেন, ‘সবকিছু ঠিক থাকলে এমবিবিএস-বিডিএস যথাক্রমে আগামী ১ এপ্রিল ও ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিসিয়ালভাবে এখনও কোনো আদেশ হয়নি, পরীক্ষা সংক্রান্ত সবকিছু গাইডলাইন আকারে শিগগিরই প্রকাশ করা হবে।’
এ বছরের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, না পুরো সিলেবাসে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্যান্য বছর যে সিলেবাসে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হত, এ বছরও একই সিলেবাসে অনুষ্ঠিত হবে। এতে কোনো ধরনের পরিবর্তন হবে না। ভর্তি পরীক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা রাখে।’
Discussion about this post