হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনই নগরীর বাসিন্দা।
বাকি ১০৬ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৯, বাঁশখালীর ৫, আনোয়ারার ৪, চন্দনাইশের ১১, পটিয়ার ১১, বোয়ালখালীর ৮, রাউজানের ৭, হাটহাজারীর ১২, ফটিকছড়ির ৯, মিরসরাইয়ের ১১, সীতাকুণ্ডের ৬ ও সন্দ্বীপ উপজেলার ১ জন রয়েছেন।
এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৩৫২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৬১১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।
Discussion about this post