হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ৭০০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণকাজ চলতি বছরের মার্চের মধ্যে সম্পন্ন করার জোরালো নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য এ নির্দেশনা দেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে। এর মাধ্যমে দেশের চিকিৎসা সেবা খাত অনেক দূর এগিয়ে যাবে। দেশের চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল শিক্ষা ও গবেষণায় নবদিগন্তের দ্বার উন্মোচিত হবে।
এসময় উপাচার্য সুপার স্পেশালাইজড হাসপাতালের স্ট্রাকচারাল কার্যক্রম, আর্কিটেকচারাল ও সিভিল ওয়ার্ক, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কার্যক্রম, হসপিটাল ইনফরমেশন সিস্টেমসহ (এইচআইএস) প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহসহ যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, পরিচালক (বিএসএমএমইউ হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো নজরুল ইসলাম খান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, উপ-পরিচালক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিএসএমএমইউ উপাচার্য আজ (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) অনুষ্ঠিত স্লিপ অ্যাপনিয়া ডিজিসের ওপর অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় মূল্যবান বক্তব্য রাখেন।
Discussion about this post