হার্টবিট ডেস্ক
উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামলের ব্যবহার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য তুলে ধরেছে।
গবেষকরা জানান, দীর্ঘ সময়ের জন্য রোগীদের প্রেসক্রিপশনে প্যারাসিটামল গ্রহণের কথা লেখার ক্ষেত্রে চিকিৎসকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন যে, এটি যদি না হয় এবং রক্তচাপ যদি সবসময়ই বেশি থাকে তবে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
তবে জ্বরসহ মাথাব্যাথার জন্য কিছু ক্ষেত্রে ওষুধটি ব্যবহারে তেমন সমস্যা নেই বলেও জানান তারা।
ব্যাথানাশক হিসেবে সারা বিশ্বেই প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দীর্ঘ সময় এটি ব্যবহারের ঝুঁকির প্রমাণ থাকলেও দীর্ঘস্থায়ী রোগের জন্যও এর ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।
কিন্তু যেকোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্যারাসিটামল-জাতীয় ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের গায়ে লেখা পড়ে নেয়া জরুরী। প্রত্যেক ওষুধের প্যাকেটে এর উপকরণের নাম ও পরিমাণ লেখা থাকে। প্যারাসিটামল ও ডি-এল মেথিওনিনের মিশ্রণ বা কম্বিনেশনের ওষুধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Discussion about this post