হার্টবিটডেস্ক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় ৩৬ লাখ টাকা দামের দুইটি ভেন্টিলেটর সিস্টেম দিল জাহেদী ফাউন্ডেশন।
রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামানের কাছে ভেন্টিলেটর হস্তান্তর করেন তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. মুস্তাফা ওসমান তুরান।
এ সময় উপস্থিত ছিলেন- যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জাহেদী ফাউন্ডেশনের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে আটটি ভেন্টিলেটর থাকলেও ছয়টিতে ভালো কাজ হচ্ছিল না। এই মুহূর্তে ভেন্টিলেটর দু’টি পাওয়াতে আইসিইউ সেবা নিশ্চিত হবে।
জাহেদী ফাউন্ডেশনের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জ্বল জানান, ভেন্টিলেটর দু’টি উন্নতমানের এবং এটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হিসেবেও ব্যবহার করা যাবে। আগামী সপ্তাহেই ভেন্টিলেশন সিস্টেম দুটি স্থাপন করা হবে হাসপাতালে।
Discussion about this post