হার্টবিটডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দীর্ঘদিন ধরে কর্মরত প্রায় ৮০০ কর্মচারীকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। দৈনিক মজুরিভিত্তিক এই অস্থায়ী নিয়োগের খবরে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন কর্মচারীরা।
রোববার (৬ ফেব্রুয়ারি) নিয়োগপত্র পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
গত সোমবার সকালে শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারী উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিষ্টি মুখ করান। জানা গেছে, দৈনিক মজুরির ভিত্তিতে অনেকে প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে চাকরি করছেন। কিন্তু কোনো ভিসিই তাদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে যেতে পারেননি। এ নিয়োগের পর অনেক কর্মচারী খুশিতে কান্নায় ভেঙে পরেন।
নিয়োগপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এত বিপুল সংখ্যক মানুষের নিয়োগ একবারে হবে তা তারা কল্পনাও করতে পারেননি। এত বছর পর অস্থায়ীভাবে নিয়োগ পাওয়ায় তারা বেশ খুশি।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে অব্যাহত রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এসব কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
Discussion about this post