হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ১১ শতাংশে নেমে এসেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্ত হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬১ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো এক লাখ ২৩ হাজার ৪৬ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৫৯।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭৯ জন।
২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৮ জন, অ্যান্টিজেন টেস্টে সাত জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৫ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৯ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪০ জনের করোনা শনাক্ত হয়।
Discussion about this post