হার্টবিটডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজের এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ সেশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিএসএমএমইউ এবং অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটে জুলাই ২০২২ সেশনের এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ জুলাই ২০২২।’
এতে বলা আরও হয়েছে, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবে।
ভর্তি ফি ও প্রদানের নিয়ম
প্রার্থীকে পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে শাহবাগ শাখায় ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বিবিধ তহবিল’ অ্যাকাউন্টে ৪ হাজার টাকা (অফেরতযোগ্য) ড্রাফট করতে হবে।
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। পরে প্রার্থীরা ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ সকাল ১১:৫০ পর্যন্ত স্ব স্ব দরখাস্তের নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন থেকে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন।
Discussion about this post