হার্টবিটডেস্ক
নেদারল্যান্ডসে কয়েক দশক ধরে ঘাপটি মেরে থাকা এইচআইভির ভয়াবহ একটি স্ট্রেইনের খোঁজ পাওয়া গেছে। যেটিকে বিজ্ঞানীরা সবচেয়ে খারাপ ও ভয়ঙ্কর বলে নিশ্চিত করেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিগ ডেটা ইনস্টিটিউটের গবেষকদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষণায় ৬ হাজার ৭০০ এইচআইভি পজেটিভের নমুনা বিশ্লেষণে ১০৯ জনের শরীরে নতুন ধরনটি পাওয়া গেছে। নতুন এই ধরনের নাম ‘ভাইরুলেন্ট সাবটাইপ বি’ (ভিবি)।
বৃহস্পতিবার সাইন্স জার্নালে প্রকাশিত এই গবেষণার প্রতিবেদনে বলা হয়, অন্য ধরনের চেয়ে এ স্ট্রেইনে আক্রান্ত রোগীদের রক্তে ভাইরাসের উপস্থিতি সাড়ে তিন থেকে সাড়ে পাঁচগুণ বেশি।
এই ধরনে আক্রান্ত হলে এইচআইভি রোগীর দ্বিগুণ ক্ষতি হতে পারে। এটি দ্রুত আক্রান্তদের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়।
ভিবি স্ট্রেনের রোগীরাও অন্য লোকেদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। নতুন পরিবর্তনগুলো এইচআইভি-১ ভাইরাসকে আরও বেশি সংক্রামক ও বিপজ্জনক করে তুলতে পারে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ সান ডিয়াগোর জীববিজ্ঞানী এবং এপিডেমিওলজিস্ট জোয়েল ওয়ারথেইম বলেছেন, নতুন রূপটি বিশ্বে থাকা এইচআইভি ওষুধে কাজ করে না।
তাই এটি নিয়ে এখন নতুন করে আবারও গবেষণা করছেন তারা। তিনি মনে করেন এইচআইভি সবচেয় দ্রুত-পরিবর্তনকারী ভাইরাসগুলির মধ্যে একটি।
১৯৮০ দশকের শেষে এবং ১৯৯০ দশকের শুরুতে নেদারল্যান্ডসে এ ভাইরাস দেখা যায়। ২০১০ সালের দিকে এর তীব্রতা কমতে থাকে।
তবে, অক্সফোর্ডের বিজ্ঞানীরা জানান, চিকিৎসা শুরুর পর অন্য ধরনে আক্রান্তদের মতো ভিবি স্ট্রেইনের রোগীরাও রোগপ্রতিরোধ ক্ষমতা ফিরে পাচ্ছে।
আর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এই সময় এইচআইভির নতুন রূপ নিয়ে খুব বেশি চিন্তিত নয়। তবে নজরদারি বাড়ানোর তাগাদা দিয়েছে সংস্থাটি।
Discussion about this post