হার্টবিটডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্স নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) এ ফলাফল প্রকাশিত হয়।
এর আগে আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেটের সভায় এসব বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
সভায় সিন্ডিকেটের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিএসএমএমইউর চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে অব্যাহত রাখার লক্ষ্যে সর্বমোট ৬৭০ (১০৯ ও ৫৬১) জন নার্সকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৭৫ জন কর্মচারীকে তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে এবং ৫৩৪ জন কর্মচারীকে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
Discussion about this post