হার্টবিটডেস্ক
জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুতি করার জন্য বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত চিকিৎসকদেরকে অনলাইন আবেদনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে পদোন্নতি প্রক্রিয়া চলমান রয়েছে। জুনিয়র কনসালটেন্টের নবসৃষ্ট ৪টি পদ। (১. পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্ট্রারলজী অ্যান্ড নিউট্রেশন। ২. পেডিয়াট্রিক নিউরোলজী অ্যান্ড ডেভলপম্যান্ট। ৩. ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিল্যাটেশন। ৪. চিল্ড্রেন ডেন্টিস্ট্রি) বিধি মোতাবেক পদোন্নতিতে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন চিকিৎসকদের (যারা বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন) জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করার জন্য, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করা এবং পরবর্তীতে ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন ক্রমানুসারে প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্যাদি এইচ.আর.এম শাখা (রুম নম্বর ৪১৫) স্বাস্থ্য অধিদপ্তর (নতুন ভবন) টিবিগেট, মহাখালী, ঢাকাতে সকাল ৯ টা থেকে দুপুর ১টার মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’
এতে আরও বলা হয়, ‘যোগ্য প্রার্থীদের এইচআরআইএস সঠিকভাবে হালনাগাদ পূর্বক আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভুল তথ্য প্রদানকারীদের আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আবেদনকৃত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংযুক্তি:
শর্তাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্রসমূহ (০২ সেট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)
১. অনলাইনের পূরণকৃত আবেদন পত্রের হার্ড কপি,
২. হালনাগাদ এইচ আর এম,
৩. নূন্যতম পাঁচ বৎসর চাকরি অভিজ্ঞতা,
৪. সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রির সনদপত্র এবং উক্ত ডিগ্রির বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন কপি,
৫. এমবিবিএস/বিডিএস ডিগ্রির সনদপত্র এবং বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি,
৬. বর্তমান কর্মস্থলে যোগদানের আদেশ ও যোগদানের কপি,
৭. সিনিয়র স্কেল পাশের গেজেট-প্রযোজ্য ক্ষেত্রে,
৮. চাকরি স্থায়ীকরণের আদেশ কপি,
৯. চাকরি নিয়মিতকরনের আদেশ কপি-প্রযোজ্য ক্ষেত্রে,
১০. চাকরিতে প্রথম যোগদানের আদেশ ও যোগদানের কপি,
১১. চাকরির নিয়োগ প্রজ্ঞাপন/আদেশ,
১২. বিগত পাঁচ বছরের এসিআর (২০১৬-২০২০) স্ক্যান পূর্বক এসিআর শাখায় জমা থাকতে হবে,
১৩. সন্তোষজনক চাকরিকাল।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক ও লাইন ডাইরেক্টরসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post