হার্টবিটডেস্ক
রাজশাহীতে এরই মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে এক দিনে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ।
সর্বোচ্চ সংক্রমণের এই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে আরও দুজনের।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
তারা করোনা ইউনিটের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। তিনি পাবনার বাসিন্দা। আজ সকাল ৯টা পর্যন্ত করোনা ইউনিটে থাকা ১০৪ শয্যার বিপরীতে ৪৯ রোগী ভর্তি ছিলেন।
এর মধ্যে রাজশাহী জেলার ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, জয়পুরহাটের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী রয়েছেন। এই ৪৯ জনের মধ্যে করোনা পজিটিভ রোগী আছেন ২৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। এছাড়া করোনা ধরা পড়েনি এমন রোগী রয়েছেন ৩ জন।
এদিকে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৪৩৫ নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩১৭ জনের করোনা শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ। যা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর এখন পর্যন্ত আগের সব সংক্রমণের রেকর্ড ভেঙেছে।
	    	
                                

							



Discussion about this post