হার্টবিটডেস্ক
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ২৯১ জন। শনাক্তের হার ৬০ দশমিক ৩৯ শতাংশ। এসময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রামেক হাসপাতালের নিয়মিত করোনা আপডেট সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়। মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ২৪৬ জন।
নমুনা পরীক্ষা করা ৪৬৩ জনের মধ্যে রাজশাহী জেলার ৩৭৭ জন, তাদের মধ্যে শনাক্ত হয় ২৩৭ জন। জয়পুরহাটের ৮৩ জনের মধ্যে ৮ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মধ্যে পজেটিভ আসে একজনের। রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে জেলায় মোট শনাক্ত হয় ২৮২ জন।
এর আগে গতকাল বুধবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ৫৮ দশমিক ৬০ শতাংশ। তার আগের দিন মঙ্গলবার এ হার ছিল ৫৫ দশমিক ৭৮ শতাংশ।
প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে মোট ৪৯ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৩৫ জন, সন্দেজনক রোগীর সংখ্যা ১২ জন ও করোনা নেগেটিভ হয়ে ভর্তি আছেন দুজন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
Discussion about this post