হার্টবিটডেস্ক
সারাদেশের মতো খুলনায়ও বেড়েছে করোনার সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই বাড়তে শুরু করে শনাক্তের সংখ্যা। বুধবার (২৬ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৪১ দশমিক ৪৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩২৩ জন খুলনা মহানগরী ও জেলার। সব মিলিয়ে ১৫৬ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৮ জন।
এ ছাড়া বাগেরহাটে দুই জন এবং যশোর, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইলের একজন করে শনাক্ত হয়েছে। এদিকে খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালে বাড়ছে রোগির সংখ্যা।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে রয়েছে ছয়জন।
এ ছাড়া রেড জোনে ৪ জন এবং ইয়েলো জোনে ১৬ জন চিকিৎসাধীন।
অপরদিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজন রোগি ভর্তি রয়েছে। আর ২৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬৯ দশমিক ২৩ শতাংশ।
Discussion about this post