রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালসহ চারটি হাসপাতালে প্রতিদিন টিকা পাচ্ছেন পরিবহন শ্রমিকরা।
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম। রেজিস্ট্রেশন করে কেন্দ্রে গেলেই অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে শ্রমিকদের। রয়েছে আলাদা বুথ। এছাড়াও এনআইডি বা জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন তারা। সবাইকে দেয়া হচ্ছে চীনের তৈরি সিনোভ্যাক টিকা।
কেন্দ্রে এসে খুব সহজে করোনা ভ্যাকসিন নিতে পেরে খুশি শ্রমিকরা। তবে টিকা নেয়ার ব্যাপারে পরিবহন শ্রমিকদের মধ্যে আগ্রহ কম। তাই গণপরিবহন চালক-হেলপারদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।
Discussion about this post