হার্টবিট ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই অপরিণত ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া নবজাতকের চিকিৎসার সংকট ছিল। কারণ, এমন নবজাতকদের চিকিৎসায় প্রয়োজন ছিল স্পেশাল নিউনেটাল কেয়ার ইউনিট (স্ক্যানো)। এই স্ক্যানো ইউনিট চালুর পর হাসপাতালটিতে অপরিণত নবজাতকদের চিকিৎসার দুয়ার খুলেছে। প্রায় দেড় মাসে এই ইউনিটে চিকিৎসা নিয়ে ৩৬ নবজাতক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কম ওজন নিয়ে ভূমিষ্ঠ হওয়া ও ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত নবজাতকদের সুচিকিৎসার জন্য গত ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে স্ক্যানো ইউনিট স্থাপন করা হয়। হাসপাতালে ১১টি স্ক্যানো যন্ত্র এসেছে। এখন পর্যন্ত শিশু ওয়ার্ডে ছয়টি স্ক্যানো যন্ত্র বসানো হয়েছে। ইউনিটকে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সাজানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি পাঁচটি স্ক্যানো যন্ত্র বসানো হবে।
গতকাল রোববার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে স্ক্যানো ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, জেলা প্রশাসক শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, স্ক্যানো ইউনিটটি চালু হওয়ায় নবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে। এতে সাধারণ মানুষেরও দুর্ভোগ কমবে। ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের চিকিৎসায় এটি একটি নতুন সংযোজন।
শিশু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ১৪ ডিসেম্বর থেকে হাসপাতালে স্ক্যানো ইউনিট চালুর পর থেকে ৪২ নবজাতককে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ৬ নবজাতক ভর্তি আছে। বাকি ৩৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ফেরদৌসী বেগম বলেন, নির্দিষ্ট সময়ে আগে জন্ম নেওয়া আড়াই কেজি ওজনের শিশুদের এই ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের নিয়ে পরিবার দুর্ভোগ সহ্য করেছে। এখন এই সমস্যা একটু হলেও লাঘব হবে।
Discussion about this post