হার্টবিটডেস্ক
স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করে এমবিবিএস ও বিডিএস তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণসহ চার দফা নির্দেশনা দিয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ)।
আজ শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আদেশ নং ০৪.০০.০০০.৫১৪.১৬.০০১.২১-১৪১ তারিখ ২১ জানুয়ারি ২০২২ এবং অধিকর্তা মেডিসিন অনুষদের স্মারক: মেডিসিন অনুষদ /৪৩০ ও তারিখ ২২ জানুয়ারি ২০২১ এর সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। সেই আলোকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহকে নিম্নরূপভাবে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য সবিনয় অনুরোধ করা হলো।’
১. প্রথম বর্ষ সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস গ্রহণ করতে হবে।
২. প্রথম বৃত্তিমূলক এমবিবিএস ও বিডিএস পরীক্ষা রুটিন মাফিক স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩. তৃতীয় বর্ষের ওয়ার্ড প্লেসমেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করতে হবে।
৪. এমবিবিএস ও বিডিএস তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষাদের স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে।
Discussion about this post