হার্টবিট ডেস্ক
চীনের তাইশান মেডিকেলের এমবিবিএস পাসের ভুয়া সনদধারী ৭ চিকিৎসককে গ্রেপ্তার করেছে দুদক।
বুধবার দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে।
ভুয়া চিকিৎসকরা হলেন, ইমান আলী, সুদেব সেন, তন্ময় আহমেদ, মোক্তার হোসেন, কাওছার, রহমত আলী ও মাসুদ পারভেজ। এর আগে ২০২০ সালের ডিসেম্বর ভুয়া ১২ চিকিৎসক, বিএমডিসির ২ কর্মকর্তাসহ ১৪ জনকে আসামী করে মামলা করে দুদক।
এজহারে বলা হয়, আসামীরা টুরিস্ট ভিসায় চীনে ঘুরতে গিয়ে স্কুল অব ইডুকেশন তাইশান মেডিকেলে না পড়েই ভুয়া সনদ তৈরি করে। মেডিকেল কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে ও স্বাক্ষর যাচাই করে সনদ মিথ্যা প্রমাণিত হয়েছে। বর্তমানে তারা বিএমডিসির অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।
গত ৩রা জানুয়ারি আসামীদের মধ্যে মাহমুদুল হক নামের একজন হাইকোর্টে আগাম জামিন চাইতে গেলে, তার জামিন না দিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। একইসাথে বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয় উচ্চ আদালত।
Discussion about this post