হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় সিআরবিস্থ রেলওয়ের ৫০ বেডের হাসপাতালটিকে আবারো প্রস্তুত করা হচ্ছে। আপদকালীন পরিস্থিতি সামাল দিতে হাসপাতালটি প্রস্তুত রাখার জন্য রেলওয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ।
রেলওয়ে হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, মূলত বিমানবন্দরে যদি কোন কোভিড রোগী ধরা পড়ে তাহলে তাদের রেলওয়ে এই হাসপাতালে রাখা হবে। তাছাড়া কোভিড রোগী বেড়ে গেলে তাদেরও সেখানে রাখা হতে পারে।
রেলওয়ে এই হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ৫০ বেডের এই হাসাপাতালটি এখন অনেকটা প্রস্তুত আছে। এখানে ৬জন চিকিৎসকও রয়েছেন। এছাড়াও পরিচ্ছন্নকর্মী, আয়া, ওয়ার্ড এটেন্ডেন্ট এরাও আছেন। রেলওয়ে হাসপাতাল সূত্র জানায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের মে মাসে রেলওয়ে হাসপাতালের একটি অংশ করোনা রোগীর জন্য প্রস্তুত করে চট্টগ্রাম সিভিল সার্জন। সে বছর এই হাসপাতালে ১৯০ জন রোগী ভর্তি করানো হয়।
পরে ২০২১ সালের শুরুর দিকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে আবারো করোনার বিশেষায়িত হাসপাতাল হিসেবে সেটাকে প্রস্তুত করা হয়। বিশেষ করে বিদেশ থেকে আসা প্রবাসীরা আইসোলেশনে ছিলেন এই রেলওয়ে হাসপাতালে। করোনার নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসার পর তারা বাড়ি ফিরতেন।
Discussion about this post