হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলে জানিছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার (১৬ জানুয়ারি) বিএসএমএমইউতে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে বিএসএমএমইউতে ৫৬ জন করোনা রোগী ভর্তি আছেন।’
তিনি বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পর কেউ অমিক্রনে আক্রান্ত হবে না, এমনটি বলা যাবে না। বরং বুস্টার ডোজ নেওয়ার পরও কেউ কেউ অমিক্রনে আক্রান্ত হয়েছেন।’
এ সময় কাপড়ের মাস্ক পরার পরামর্শ দিয়ে সার্জিক্যাল মাস্ক আট ঘণ্টা পর ফেলে দেওয়ার পরামর্শ দেন বিএসএমএমইউ ভিসি।
বক্তব্যে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে ভোটাধিকার প্রয়োগের পরামর্শও তিনি।
Discussion about this post