নিজস্ব প্রতিবেদক
দেশের চিকিৎসা বিষয়ক গবেষণায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাস্থ্যখাতে গবেষণায় ঘাটতি আছে। চিকিৎসায় জোর দেয়ার পাশাপাশি এই খাতে আরও গবেষণার প্রয়োজন।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
চিকিৎসা বিষয়ে গবেষণায় পিছিয়ে থাকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা খুব কম হচ্ছে। খুব কম আমাদের চিকিৎসক আছে। যারা আসলে… তারা রোগীর সেবা দিতে যতটা আগ্রহী, ঠিক গবেষণার দিকে নেই। হাতে গোনা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। তবে এই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার।’
Discussion about this post