হার্টবিটডেস্ক
সারাদেশের ন্যায় চট্টগ্রামেও প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করে ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সংক্রমণের হার ১২ দশমিক ৪০ শতাংশ। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
বুধবার (১২ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ১৭৪ জন মহানগর এলাকার ও ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬৩২ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ১২৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫০৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post