হার্টবিটডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্স জানুয়ারি ২০২০ এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিএসএমএমইউ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর এমডি, এমএস, এমমেড, এমফিল ও ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২২ সেশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ১ ফ্রেরুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ পরীক্ষাগুলো বিএসএমএমইউর ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্রাকটিক্যাল সায়েন্স অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রার, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post